নহে ক্ষনস্থায়ী, নহে তার মরন
অনন্ত রবে সে সবারও জীবনে।
নেয়া নয় কর্ম, দেয়া তার পেশা
নিতে হবে কুড়িয়ে, বাড়বে নেশা।
দায় নেই কোন তার, শুধু পরোপকার
হবে না জড়ালে কাপড় বানাতে হবে,
তাকে হ্দয়ের পাপড়।
পার তাকে হতে হবে সবারও মাঝে
রবে সে হ্দয়ের মনেরও সাজে ।
শাহনেওয়াজ ইবনে শাহজাহান
শিবচর নন্দকুমার মডেল ইনষ্টিটিউশনের অষ্টম শ্রেনির ছাত্র।
ভালোবাসে ক্রিকেট খেলতে আর রেসলিং দেখতে।