বাঙালী - লিখেছেন - অয়ন কুমার সরকার
আমি দেখেছি বাঙালী
পৃথিবীতে যারা ক্ষণিক সময়েও ছিলো না কাঙালী।
আমি শুনেছি বাঙালীর সুর
দেশের জন্য পাড়ি দেয় যারা জীবনের বহুদূর।
আমি দেখেছি বাঙালীর জোর,
একাত্তরে যুদ্ধ করে তারা এনেছে নতুন ভোর।
আমি জেনেছি বাঙালীর শর্ত,
দেহে নিয়ে প্রাণ, গেয়ে বিজয়ের গান করবে না মাথা নত।
আমি বুঝেছি বাঙালীর মন,
হিংসা বিদ্বেষ দূরে থাক, শুধু ভালোবাসা সারাক্ষণ।
আমি শুয়েছি বাঙালীর কোল,
স্বর্গাদপি বেশি সুখ যেন ফুলের মতো কোমল।
আমি দেখেছি বাঙালীর আশা,
হিমালয়সম উঁচু করে শির, বুকে বাঁধে তারা বাসা।
আমি ধরেছি বাঙালীর হাত,
বজ্র নিয়ে যুদ্ধ হেনে, করে শত্রুকে প্রতিঘাত।
ভূ-মন্ডলে আছে কি আর এমন বীরের সন্ধান?
সৃষ্টিকর্তা করেছেন যাদের শতগুণে বলিয়ান।
তবু আজ তারা দীন, হয়ে পরের অধীন কেন নত করে মাথা?
অন্যায়, অবিচার হলেও দেশের হার কয় না কোনো কথা!
জাগো বাঙালী, রোখো বাঙালী, ধরো বাংলার হাল,
স্বাধীন দেশে রবে স্বাধীন মানুষ, দূর করো সব কাল।