এসেছিলে তুমি - লিখেছেন - সাবিহা নাবিলা
ঠিক যখন পূর্ব আকাশে সূর্য উদয় হলো,
পৃথিবীতে উদয় হলে তুমি।
দ্বিপ্রহরের সূর্য যখন মাথার উপরে,
তোমার তখন যৌবনে পদার্পণ।
ক্লান্ত স্লান্ত প্রকৃতি বহমান,
তুমি বহমান জীবনের গতিতে।
সজীব তরুলতা নুয়ে পরেছে যখন,
তারুণ্যের উজ্জ্বলতা তখন ছুয়েছে তোমায়।
ব্যস্ত শহর কোলাহলে পূর্ণ,
আর তুমি ব্যস্ত জীবনের চরকায়।
লেলিহমান সূর্যের উত্তাপে যখন পুরেছে এ শহর,
তখন তুমি পুড়েছো ভবিষ্যতের তারণায়।
বাড়তি জীবন বেড়েই চলেছে,
তুমি বেড়ে চলেছো জীবনের ভাবনায়।
এ ভাবনার সীমান্ত কোথায়?
হিমালয় পর্বত শৃঙ্গের ওপারে?
অস্তিত্বের শেষ অধ্যায়েও পাবে কি খুজে এর সীমানা?
অজস্র প্রশ্নের পাহাড় জমেছে হৃদয়ে,
তবু বায়ু বয়ে না হিয়ার মাঝে।
বৃষ্টির ঝাপসায় বাতাসে ভাসে আহ্লাদী প্রতিধ্বনি,
অথচ গাম্ভীর্যের আড়ালে তোমার বিস্তার।
আজ শত মানুষের ভীড়ে নিজেকে খুজতে ভুলে গেছো,
ভুলে গেছো আমি ছিলাম তোমার রাস্তায়।