আমি - লিখেছেন - তরিকুল ইসলাম তিশান
আমি চাদের গায়ের কলঙ্কের মতো ভালো,
আমি অপ্রিয় সেই দুঃখ, যা দুঃখীদের নেয় পিছু।
আমি সুন্দর এই দুনিয়ায়,অসুন্দরতম কিছু।
আমি পথশিশুদের ক্ষুধাভরা সেই কান্না,
আমি গভীররাতে অধ্যায়নরত জেগে থাকা ছাত্র বান্না।
আমি খুন হয়ে পচে যাওয়া লাশের,অর্ধগলিত চোখ।
আমি সংসারের চাপে একে ভালোবেসে,
অপরকে বিয়ে করা নারীর ঠোট।
আমি বেকার যুবকের হতাশায় টানা সিগারেটের ধোয়ায় ঠাসা।
আমি নেশাগ্রস্ত ব্যক্তির সুন্দরভাবে বাচার,শেষ হয়ে যাওয়া আশা
আমি আমাবস্যায় বটগাছের নিচে আশ্রয় নেয়া পাগলের প্রলাপ,
আমি ব্যর্থ প্রেমিকের রাস্তায় পড়ে শুকিয়ে যাওয়া সেই গোলাপ।
আমি শূন্য থালা হাতে রেখে ঘুমিয়ে পড়া ভিক্ষুকের,
ঘুমের ঘোড়ে দেখা বেদনাভরা স্বপ্ন,
আমি মাসের আগে টাকা শেষ হওয়া,অসহায় ছাত্রের দূ ঃস্বপ্ন।
আমি সন্তানহারা মায়ের নির্ঘুম রাত্রের চোখের জল,
আমি ধর্ষিতা নারীর বেচে থাকার,শেষটুকো সম্বল।
আমি অসমর্থ বাবার সন্তানের শখ পূরনে,
চালিয়ে যাওয়া অবিরাম চেষ্টা,
আমি রোদেপোড়া কৃষকের মধ্যক্ষেতে,পানির জন্য পাওয়া তেষ্টা।
আমি মাঝসাগড়ে ডুবে যাওয়া নৌকার,
ভেসে থাকা জেলের বাচার জন্য করা লড়াই,
আমি প্রতিনিয়ত স্বপ্ন বিক্রেতা মধ্যবিত্তের করা বড়াই।
আমি বিবাহিত প্রেমিকার,বেকার প্রেমিকের
চোখের নিচের কালি,
আমি শোষনপীড়িত মানুষের চেপে রাখা অব্যক্ত সব বুলি।
আমি অসহায়,আমি নিরুপায়
আমি শোষিত,আমি বঞ্চিত
আমি যুদ্ধরত যোদ্ধাদের মাঝে জীবিত।