আলোর দিশা - লিখেছেন - জান্নাতুর নেসা প্রিয়া
সময়টা আজ কেমন যেন,
বড় হয়ে গেছি আমি।
তারাগুলো সব মেঘের আড়ালে
কোথায় গিয়ে নামি?
স্বপ্ন ছিল আকাশ ছোয়া
হয়নি তা পূরণ।
ভেবেছিলাম ব্যার্থ জীবন
হবে ব্যার্থ মরণ।
লোকে বলে বাবা মরা
ছেলেটি এখন কোথায় যাবে?
তবে মা বলেছিল ভেবোনা
আলোর দিশা তুমি পাবে।
বছরখানিক পরে মায়ের কথা সত্য হলো
আমার জীবনে সোনালি সকাল এলো
তবে মা আর বেঁচে নেই।