রুদ্রাপন - লিখেছেন - আসহাব লাবিব
গূঢ়চারী আমি, নিষ্ঠুর
আমি প্রলয় বিষাণ,রোদ্দুর
আমি অগ্নিপিণ্ড, উল্কাখন্ড
বিনাশক, আমি ভাংচুর।
আমি পদতলে পিষি আইফেল
আমি হুংকারে ভাঙি লজ্জা
আমি গগন, হাসিয়া খাটি জেল
আমি প্রলেপের দৃঢ় কব্জা।
আমি ব্ল্যাকহোল আমি তান্ডব
আমি গাজুরিয়া পিটি, চণ্ডাল
আমি চিৎকার আমি কল্য
আমি বাতিলেরে গ্রাহী না মূল্য।
আমি সংগ্রাম আমি প্রতিঘাত
আমি কাপুরুষেরি ভয়, উৎপাত
আমি সদা অলঙ্কৃত, ধীমান
আমি ধরণির চির মহীয়ান।