পাপমোচনের সুযোগ দাও - লিখেছেন - মোবারক ইবনে মনির
প্রভাতে ভালোলাগার যে সৃষ্টি তা মন্থর করে দিলো
প্রণয়ের যে ইচ্ছা তা হারিয়ে গেলো
অদৃশ্য মায়ার যে আবেশ তৈরি হয়েছিল তা নিঃশেষ হয়ে গেল
প্রাণবন্ত মনটা চুপসে এলো
কেন এমন হলো, কেউ কি বলতে পারো...?
না কেউ জানে না
এ পাপী হৃদয়ের লিপ্সা ; তার লালসা
পিশাচসুলভ স্বভাব।
না জানাই থাক
তাহলে পাপমোচন সহজতর হবে
মনেপ্রাণে আবেগপূর্ণ হয়ে ক্ষমাপ্রার্থনা করবে।
তোমরা তাকে বাধা দিও না
তাকে ভালোবাসতে শেখাও
বোধগম্য ভাষায় কথা বলো
তাকে একটা প্রাণবন্ত মৃদুসমীরণবিশিষ্ট সকাল উপহার দাও
সে বাঁচতে শিখুক
দেহে প্রাণের সঞ্চার হোক
পৃথিবীর আলো বাতাস উপভোগ করুক।