অমীমাংসিত নিঃসঙ্গতা - লিখেছেন - মিজানুর রহমান
ধ্বংসস্তুপের উপরে বসে আমি নিঃসঙ্গতা পাহারা দেই,
অমীমাংসিত নিঃসঙ্গতা!
যেন আমরা আত্মহননে নিজেকে খুঁজে ফিরব,
তবু "ভালবাসি" শব্দটাতে বেজায় অভক্তি!
শ্রাবণের বৃষ্টিতে হাতে বায়ান্নটা কদম,
দ্বিধাগ্রস্ত আর্তনাদ,
দুঃসাহস নাকি নিঃসঙ্গতা?
নাকি আত্মহননের মিছিলে অস্ফুটে বের হওয়া ক্ষোভ?
এ যেন বর্বরোচিত আস্ফালন,
স্মৃতি সব ভেঙেচুরে ভালবাসায় বহুমাত্রিক স্তব্ধতা,
যেন নতুন মোহ,
যেন বেঁচে নেই দ্বিপাক্ষিক সমঝোতা,
উন্মাদনা এবং উচ্ছৃঙ্খলতা জিতে যায় অবশেষে!
চলো অবশেষ টুকুতে অস্তিত্ব ফিরিয়ে আনি!
না থাক-
চল মৃত্যু দেখি ,
উপভোগ করি এই অনিত্যের জঞ্জালের সব সীমারেখা!
তারপর চলো দু'জন মিলে পাহারা দেই নিঃসঙ্গতা,
অমীমাংসিত নিঃসঙ্গতা!