নিহত নক্ষত্রের পাঁচালী সন্ধ্যায় অনেকটা তীর্যক ব্যাঙ্গধ্বনির মত
হয়ত সাকারত্ব ঢাকা পড়ে আছে
কিন্তু তা আর বেঁচে নেই
আমাদের মত...
নিহত নক্ষত্রেরা দগ্ধ মস্তিষ্কের গান গায়
অবশ অনুভূতির দেয়ালে লেখা তার নাম
সবেগে আঘাত হানে ঝড় তুলে
তারপর অনুভূতিহীন হয় স্পর্শকাতর দুঃখী!
বিভা পোদ্দার
আমি বিভা, পড়ছি নগর ও অঞ্চল পরিকল্পনায়। টুকটাক বই পড়তে ভালবাসি আর কল্পনার নৌকা ভাসিয়ে দূর সীমানার কোলাহলে মিশে যেতে চাই।