নামহীন - লিখেছেন - বিভা পোদ্দার
কষ্টতে হাসে বিষন্ন বিলীন মেদুর
তার গা ঠিকরে পড়ে এক টুকরাে রোদ্দুর
মহাসাগরের মাঝামাঝি এক দ্বীপ অস্থায়ী
তারই গীর্জাতে লেখা নাম চিরস্থায়ী!
শুকনাে পাতায় নবীন কলম চলে
আজো কী তারা করতলে?
লাল নীল দীপাবলি যত বার
পথ হারিয়ে হয়েছে দুর্বার!
তারা ভরা আকাশ?
না, তারা খসে পড়া রাত!
নিহত নক্ষত্রেরা জোট বেঁধে
লিখে মহাকাল এক নতুন ষড়যন্ত্রে...
ব্যাকরণ মেনে যারা হল ব্যাকটেরিয়া
তারাই আজ স্বর তোলে বসে ক্যাফেটেরিয়া!
কী ভীষণ রক্তাক্ত উপমায় জমজমাট
নীল আলোয় আজ চাঁদের সংসার!