দ্বিতীয় মৃত্যু - লিখেছেন - মিজানুর রহমান
সব ভিজে যাক,
বেঁচে থাক শুধু বস্তাপঁচা অনুভূতি !
রক্ত সঞ্চালনে মিশে যাক তোমার অবয়ব!
তুমি দূরেই থাকো,
ঐ তো তোমাকে দেখা যাচ্ছে,
অন্ধকারে ঢেকে যাচ্ছো,
আমি পথভ্রষ্ট ম্রিয়মাণ পদধ্বনি হয়ে তোমার পিছু নিয়েছি,
যেন আমার গন্তব্য তোমাতে,
তোমার জন্য আমার বস্তাপঁচা অনুভূতিতে!
আততায়ী হয়ে ফিরে এসো,
মৃত প্রায় অস্তিত্ব নিয়ে অপেক্ষা করবো তোমার আগমনের,
তোমার চোখে মনোলয়ার স্ফুলিঙ্গ,
ভুলে যাবে সব দ্বিধাবোধ,
নিস্তব্ধতা কিছুক্ষণ,
অস্ফুটে বের হওয়া চিৎকারে কম্পিত পুরো নেক্রোপলিস,
মৃত্যু,
আরেকবার মৃত্যু!