চলো নিড়ে ফিরি - লিখেছেন - আব্দুল্লাহ আল রায়হান
অবাক আমি,আমি বাকরুদ্ধ।
কেন মাথানত করো পৃথিবীতে এসে
জন্ম তোমার যেথায়
সেবা গুন করো সেথায়
মাথানত স্রষ্টাতে।।
যা কিছু দৃশ্যমান কিবা দৃশ্যহীন
বাষ্প কিবা বৃষ্টি ;
আকাশ কিংবা জমিন।
স্রষ্টারই তো সৃষ্টি।
সৃষ্টিতে ডুবে থেকে
স্রষ্টাকে ভুলে গিয়ে
অন্যকে বড় ভেবে
জীবন টাকে অসীম ভেবে
করছি যে ভুল।
চলো করি অনুশোচনা,চাই ক্ষমা
চলো আত্মাকে শুদ্ধ করি
চলো নিড়ে ফিরি।