বর্ষা - লিখেছেন - শাহরিয়ার রিফাত সরকার
আজি,
নাচিছে মম পুলকিত হিয়া
বাদল ধারার সনে;
স্নিগ্ধ হাওয়ার সিক্ত দেহ
হইতেছে ক্ষণেক্ষণে!
গগন-নেত্রে ঝড়িছে বারি,
ভিজিছে ধরিত্রী।
বৃক্ষশাখে ফুটিছে কতক
কদম ও কেতকী!
ঘনকালো মেঘে, অশনির সুরে,
মনে জাগে শিহরণ!
তমঃচ্ছন্ন গগনের বুকে
লুকায়িছে তপন!
আকাশ যেন কৃষ্ণবর্ণ
কোন রমনীর কুন্তল!
বর্ষার রুপে বিমোহিত
হয়ে ফুটিছে শতদল!
কেয়াকুঞ্জের স্নিগ্ধ সুবাসে
ভরিয়াছে এই প্রান!
দেহেতে আমার জড়িয়ে আছে
চিরচেনা এ ঘ্রাণ!