বঙ্গবন্ধু শেখ মুজিব - লিখেছেন - কাজী তাহমিনা রেবা
বঙ্গবন্ধু, যার নাম শেখ মুজিবুর রহমান
কালো ফ্রেমের চশমা ঢাকা বিনীত চাহনির সম্রাট,
কারাবরন করেছো জীবনের চৌদ্দটি বছর,
সংসারের মায়াগুলো ছিন্ন করে রয়েছিলে বৈরি পরিবেশে-
ছোট্ট সোনা মুখ নাইটিংগেল পাখি রাসেলের জন্য
ব্যথিত হয়েছিলে, হৃদয়ে বয়েছিল অশ্রুবন্যা।
হায়ানাদের দংশনে স্তব্ধ তুমি
শহীদের রক্তেমাখা তোমার প্রতিচ্ছবি
বাংলার মানুষকে নিয়ে ভাবতে তুমি।
একাকী জীবন তরঙ্গ বেয়ে চলে গেছ
জীবন রঙ্গনে বীরের বেশে
বাংলার সন্তানেরা তোমায় ভুলবে কি করে?
সংসার বিমুখ হয়ে কত সোনামুখ
তোমার ডাকে সাড়া দিয়েছিল অগ্নিরাঙা বীরদর্পে।
আমরা স্মরি, তোমাকে কি করে ভুলি
তোমার অকাল মৃত্যু শত্রুর আগুন বুলেটে
তুমি ক্ষত বিক্ষত হয়েছিলে সপরিবারে।
এক অপার শূন্যতার গ্লানি! তুমি নেই-
শান্তির সুবাতাসে রয়েছো চিরনিদ্রায় শায়িত হয়ে ।
জাতির বিবেক নাড়া দেয়
টুঙ্গিপাড়ার সেই ছেলেটির সাহসিকতায়।
হে বাঙালির নতুন অধ্যায়ের সূচনাকারী,
তুমি কেন জাগলে না, জাগলে না আর কখনো-
হে বাঙালির মুক্তির ইতিহাস রচয়িতা ।