আমি তো রাস্তার ছেলে- লিখেছেন - আব্দুল্লাহ আল রায়হান
এই শহরের প্রতিটি ধূলিকণা জানে আমার অস্তিত্ব। জানে আমার এই শহরে ওরা আমার কতোই আপন ! প্রতিটি বিনিদ্র রাত্রি জানে আমি রাতের কতোকটা প্রিয়। টেকনাফ থেকে তেতুলিয়া জানে আমি কতটা পরিশ্রমী।এ শহরের এডিস,, অ্যানোফিলিস জানে আমি কতটা সাহসী যোদ্ধা !! হামাগুড়ি থেকে শুরু করে দৌড়ানো পর্যন্ত প্রতিটি পদক্ষেপ জানে আমি কতোকটা কষ্ট সহ্য করতাম,করি। আমার মাঝে আমার আত্মাটা জানে আমি কতটা পাষাণ! কতটা নির্দয়!
ভিনগ্রহের এলিয়েন রা আমায় দেখে বলে" তুই তো এই বিশ্বব্রহ্মাণ্ডে ক্ষুদ্র; তার চেয়ে অতি বেশি ক্ষুদ্র তোদের সমাজবাস্তবতায়!
এইধুলি জমা শহর; এই বিবর্ণ বীভৎস অব্যক্ত চাহনি টাকে ভালো করে চেনে। জানে- এবং বলে "তুই তো রাস্তার ছেলে "।
মহাসাগরের প্রতিটি উত্তাল ঢেউ আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরনা দেয়।নদীর ক্ষুদ্র ভাটার দৃশ্য আমার প্লবতাকে হারিয়ে দেয়।মূলত এরা বহুরূপী। আমি পড়ে থাকি রাস্তায়।
প্রতিটি পদক্ষেপে আমি সহ্য করি লাঞ্ছনা-গঞ্জনা অবহেলা। আমার প্রতিটা দীর্ঘশ্বাস আমাকে জানান দেয়
" এই পৃথিবী আমার জন্য নয়। আমি তো রাস্তার ছেলে"