আজন্মের ইচ্ছে - লিখেছেন - মুহাম্মদ সামি
যেদিন শেষবারের মত,
আমি তোমার জন্য কবিতা পাঠিয়েছিলাম!
তুমি বলেছিলে- এ কখনো হয় নাকি?
আমি উদবাস্তুর মতো একটা না পাওয়ার হাসি দিয়েছিলাম!
সেটা হয়ত তখন বুঝো নি!!
জানো,নিরুপমা তোমার হাতের আঙুলগুলো ছোয়ার ইচ্ছে আমার আজন্মের,
তবে সে ইচ্ছে পূরণ করতে পারি নি।
তুমি আমার জীবনে একটা ঢেউ এর মত এসেছিলে,
আমি সেখানে হাত ভিজেয়েছি,
কিন্তু কিছুক্ষন পর শুকিয়ে গেছে!!
আমার মস্তিষ্কে কবিতা-দের পচন ধরেছে!
মস্তিষ্কে কিছু নিতে হবে হয়ত ।
আচ্ছা নিরু মস্তিষ্কে পচন ধরাটাও কি অদ্ভুত তাইনা?
কোষ থেকে কোষে কি সুন্দর ছড়িয়ে যাচ্ছে!
ওরা মানুষের মত এক মুহুর্তে নষ্ট করে না,
ধীরে ধীরে কি সুন্দর এগিয়ে যাচ্ছে!!!
আমার অগ্র, পশ্চাত, মধ্য মস্তিষ্করা কিছুই করতে পারছে না!!
তারা কি সুন্দর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তাদের ছুটির জন্য!
জানো,আজ সন্ধ্যেয় একটা পাগল এর কাছে জিজ্ঞেস করেছি,
আচ্ছা নিরুপমা কি আবার আসবে??
সে বলেছে -"নিরুপমা-রা নাকি অতীতে বিচরন করে ভবিষ্যতে নয়!!"