তোমার প্রতীক্ষায় - লিখেছেন - শাহরিয়ার রিফাত সরকার
তোমার প্রতীক্ষায় কেটেছে
আমার দিনের পর দিন;
আসোনি তুমি!
বসন্তের পর আবার
বসন্ত এসে, চলেও গিয়েছে!
শুধু আসোনি তুমি!
বর্ষার অঝোর ধারার মাঝে
উদাস হয়ে শুধু তোমায় খুঁজেছি।
আকাশের নীল ঐ দিগন্তের
পানে তোমারেই চেয়েছি।
চৈত্রের প্রচণ্ডতায়, তোমার খোঁজে
আমি হয়েছি হন্য!
কালবৈশাখী ঝড়ের সাথে, আমার
হৃদয় মাঝেও উঠেছিলো হাহাকার;
শুধু তোমারই জন্য!
আসোনি তুমি! ওগো, আসোনি!
জানো, আজও তেমাকে দেবার
দারুণ ইচ্ছে জাগে;
মন থেকে সব রং নিয়ে;
ভালোবাসার অফুরান অনুরাগে
তোমাকে সাজাতে!
বৈচিত্র্যময় অলংকারে,
সম্পূর্ণ অমিত্বে আমার!
হে মোর প্রাণের প্রিয়া,
কখন আসিবে তুমি?
তোমার আশায় বৃথা দিন যায়!
পথ পানে আজও চেয়ে আছি হায়!
হৃদয় রানি, তোমায় রেখেছি
হৃদয়ে আমার তুলে!
তোমার জন্যে আজীবন রাখিব
হৃদয়ের দ্বার খুলে!