স্রষ্টার খোঁজ - লিখেছেন - শাহরিয়ার রিফাত সরকার
আমার সকল আবেগ
সঁপিয়া খোদার তরে;
ঠেকায়েছি মস্তক তাঁর
নিরাকার চরণ পরে!
আমি তাহার খোঁজে ভ্রমিলাম হিমালয়,
ভ্রমিলাম ঐ আরব সিন্ধু, সাহারা মরুময়!
ঘুরিয়া আসিলাম, মহান মহীর সকল তীর্থভূমি!
তবে, কোথা জগদ্বীশ্বর? আমার অন্তঃর্যামী?
সন্ন্যাস ত্যাজি, ফিরি নিজ গৃহে,
বসিয়া গভীর ধ্যানে;
মর্ম চক্ষু খুলিয়া তাহারে
খুঁজে ফিরি মনে মনে!
আজি খুলিল আমার মনের দুয়ার
মায়াময় এক সুরে!
কে যেনো আমারে ডাকিছে শুনি
হৃদয় কন্দরে!
শুনি আহ্বান ,"ওরে ক্ষীয়মান,
খুজে এলি মোরে কোথা?
হয়ে সন্ন্যাস, করে উপবাস
ঈশ্বর খোঁজা বৃথা!"
"আমি ইলাহি, বিশ্বস্বামী,
চিরজ্ঞীব, মহা সত্য!
আমারি আবেশে সজিব হয়
সর্ব জীবের চিত্ত!"