রং বদল | মোঃ খশরু
বছর চারেক হবে, তোমার সাথে দেখা হলো নদীর ধারে-
বর্ষাকাল, ভর দুপুরেও রাতের মতো আঁধার।
আমি ঢিলে ঢালা এক টুকরো কাপড়ে জড়ানো-
উস্কো খুস্কো চুলের সাধারন পুরুষ,
অথচ তোমার চোখে তাকিয়ে অসাধারন হয়ে ওঠা যায়-
আমার জানা ছিলোনা সত্যিই।
একগাল হেসে বললে, নৌকা চড়বে?
সুন্দর মানুষের আবদার ফেলতে নেই বলে
আমিও রাজি হলাম।
শুরুটার শুরু হলো সেদিনই।
সৌন্দর্যের মূল্য অবিশ্বাসে হারাবে,
আমার জানা ছিলোনা সত্যিই!
আমি বড্ড বেখেয়ালে, হারালাম আমায়
কনক্রিটে আঁকা চার দেয়ালে।
নদীর ধারের জলরঙ্গে, সেই সুর এখনো ভাসে-
আমায় আগলে রেখে, ওরা এখনো হাসে।
ছবি- রাহাত বিন মুস্তাফিজ