প্রতিবাদ- লিখেছেন - আব্দুল্লাহ আল রায়হান
অন্যায় দেখিলে করি হাহাকার
গান গাইতে চাই মনুষ্যত্ব মানবতার।
আমি চেয়ে দেখি
যাদের আছে যশ খ্যাতি,
তারাই প্রাণকে করে বিকৃতি।
হাঁপিয়ে উঠি শঙ্কায়
কবে যেন মোরও ঘাড়ে
অন্যায়ের বোঝা চাপায়।
ঘাত প্রতিঘাত বিরুদ্ধবাদ
ছাড়বো না! যদিও রটে আঘাত।
না না মানি না মানবো না
মানি না কোনো কালো শক্তি
কাঁপাবো ধরা যদি অন্যায় পায় মুক্তি।
মোরা ক্লান্তিকে করি অতিক্রান্ত!
মোরা নির্ভীক পথিক।
মোরা প্রতিবাদ চালাতে চাই
স্বস্তিতে বাঁচিবার চাই।