অন্ধকার অবসান - লিখেছেন - আব্দুল্লাহ আল রায়হান
একদিন হবে অন্ধকার অবসান।
সত্যের সন্ধানে বেরুবে লোক,
আত্মার স্বস্তিতে ভোরবে প্রান ।
তবে এই যাত্রা শুভ হোক!
প্রভাতের উচ্ছ্বাসে,,
অপেক্ষা মোর।
সত্যের আহবানে
দেখা পাবো ভোর।
আমি স্বপ্ন দেখি
একদিন মূল্য পাবে "ছোটলোক "
তাদের রক্ত পাবেনা শোষণ!
অত্যয় যাবে "অহংকার পোষণ "
প্রতিটি আঘাতের ক্ষত
ভুলিয়ে দিবে ভালোবাসা যত।
আমি স্বপ্ন দেখি
কৃষ্ণ কিবা শ্বেত যেই জাত!
মিলাবে কাঁধে কাঁধ
চিনিয়ে নিবে এক নতুন প্রভাত!
আমি চেয়ে রবো
দেখো আমি অনির্বাণ!
দেখো একদিন হবে,
প্রতীক্ষার অবসান !
তবে এই কামনায় শুভ হোক।।