মৃত্যুর আহ্বানে - লিখেছেন - আব্দুল্লাহ আল রায়হান
পৃথিবীর এই আনন্দ অফুরন্ত
ফুরোবে না কখনো।
কিন্তু ফুরোবে আমার সময়
থাকবো নাকো অনন্ত।
হয়তো শীতে,
শিশির ফোঁটায়
মন চাবে আমায়
হাঁটি একটু!প্রকৃতি আভায়।
হয়তো বর্ষায় বৃষ্টিতে
রোদ ঝড়-তুফানে,
মন চাইবে
উঁকিমারি আকাশপানে।
কিংবা হেমন্তে
মৃদু-মন্দ ঘ্রাণে
ইচ্ছে করবে দিগ্বিদিক ছুটে চলি
এগলি--ওগলি।
শৈশব আমার মনে পড়ে যথা
দুঃছাই !!
এ স্বপ্ন দেখাই বৃথা।
'অমল' কবেই চলে গেছে
'অশ্রু' মরণ-পথের যাত্রী।
আমার'ই বা আর কদিন
ফুরোতে ভোর,নামতে রাত্রি!
জানিনা কবে
ডাক আসে মোর।
মৃত্যুর ফেরেশতা
হানা দেয় দোর।
মৃত্যু-শঙ্কা ঘিরে রাখে আমায়
আমিও চেয়ে থাকি,আকাশের দিকে।
তুলে দু'হাত, করি মোনাজাত।
"ওগো প্রভু
ক্ষমা করো কভু।
দয়াময় তুমি।
অধমেরে, 'আমি'
ভুল ত্রুটি মোর যতো
ক্ষমা করো ততো "
'গুনাহগার আমি
আমি বড়ই পাপি
তোমার করুণায় আমি
জান্নাত যেন যাপি '।।