কালের মহিমা - লিখেছেন - বিভা পোদ্দার
জন অরণ্যে পথ হারিয়ে বিহ্বলিত
মনের আকাশে কল্পনার ইচ্ছেঘুড়ি
একি পুরোটাই ভাবনা!
নাকি কিছু সত্য গোপনীয়...
বৃষ্টি একসময় থামবে তা সবার জানা
তবুও ওকে ধরে রাখার কী অপরূপ চেষ্টা!
উপভোগের নেই কোনো কমতি
হয়ত নিঃশেষ হবার হাহাকার গর্জে ওঠে
বিচ্ছিন্ন দ্বীপে আটকে পড়া ক্ষুদ্র প্রাণ
আটকে থাকে জীবন নামক ক্ষুদ্র কারাগারে...
কাহিনী ফুরায়, অবিরাম শুধু কাল বয়ে যায়
রুখে দিয়ে দ্বার,বেঁধে কী রাখা যায়?