এক মুঠো আলো - লিখেছেন - ইফাজ আহমেদ
এক মুঠো আলো চেয়েছিলাম
তোমাকে দেখতে
দেখতে তোমার মুখখানা
স্বপ্ন রঙিন ভোরগুলো কিনবো ভেবে
পরিশ্রমে ব্যয় করেছি জীবন।
তোমার খুব পছন্দ ছিল,
শেষ বিকেল ঘরে ফেরা পাখিগুলো দেখা
পছন্দ ছিল,
ঝড়ো হাওয়ায় মেঘেদের ছোটাছুটি।
ক্লান্তিতে তোমার জলে ভেজা
কখনো আড়ালে লুকিয়ে থাকা
যখন খুব কান্না করো।
তোমার চোখের জল দেখে
আমার মায়াজালে আটকে পড়া
যা ছিল এক নতুন প্রেম।
কিন্তু তা আর হয়নি।
জগৎ মেনে নেয়নি।
নিয়তি সায় দেয়নি।
চলে যাওয়ার সময় তোমার দুই ঠোঁট বলছিলো,
"সুখে থেকো। আমার মত কাউকে খুঁজে নিও"।
তাও হয়নি,
তোমার মত আমি কাউকে পাইনি
তুমি তো ছিলে তোমার মত
কেউ পূরণ করতে পারবে না
তোমার রেখে যাওয়া ক্ষত।
ভালো থেকো পরকালে,
আর চাইবো না এক মুঠো আলো।