বাংলা আমার বংশ পরিচয় - লিখেছেন - এস এম রাকিবুল হাসান
ধন্য আমি,গর্বিত আমি
নন্দিত আমি
কারণ আমি বাঙালী
খানদানি বংশের ছেলে আমি
বাংলা আমার বংশ পরিচয়
আমি তো জন্মেছিলাম
নবাব সিরাজ উদদৌলার রাজদরবারে
জন্মেছিলাম তিতুমীরের বাশেঁর কেল্লায়
আমি তো জন্মেছি
কবি নজরুলের উত্তর সূরি হয়ে!
ঐতিহ্য ভোলার কারণে
আজ আমার এই দশা
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ
আর সংগ্রামে আমার বেড়ে ওঠা,
তোমরা কি দেখ নি?
৫২ তে কিভাবে রাজপথে রক্ত দিয়েছিলাম?
ভুলে গেছ কি তোমরা?
৬৯ আর ৭১ এর কথা?
আমরা তো ভুলতে বসেছি,আমরা লাঠি দিয়ে
অস্ত্রের সাথে লড়াই করেছি!
বিশ্ববাসী অবগত,
বাঙালীরা বীরের জাতি
বাঙালীরা সব পারে
একমাত্র বাঙালীরাই পারে
ভাষার জন্য দিতে রক্ত!
দেশের জন্য প্রাণ- ঘ্রাণ- সম্মান!
ঐতিহ্য ভোলার কারণে
আজ আমার এই দশা!
আমার গোলাভরা আছে
বীর পূরুষের ছড়াছড়ি,
আমার আছে বঙ্গবন্ধু
যার ডাকে জড়ো হতো
বৌদ্ধ-মুসলমান -খ্রিষ্টান-হিন্দু
আমার আছে শহীদ জিয়া,
জাতীয় চার নেতা,
যাদের স্মৃতি আজও ইতিহাসে গাঁথা
তবু আজ কেন আমরা ভীত?
আজ তো উচ্চতার শিওরে পৌছার দিন!
তাই তো বজ্রকন্ঠে বলি
''জাগো বীর বাঙালী জাগো''
''জাগো বঙ্গবন্ধুর উত্তরসূরীরা জাগো''
ছন্দঃ অমিত্রাক্ষর ছন্দ