যদি চাও বড় হতে,
হতে স্বরণীয়
অলসতাকে জীবন থেকে
দূর করে দিও।
সময়ের মূল্য বুঝে করিও সদা কাজ ভুলে গিয়ে সংশয়, ভুলে গিয়ে লাজ।
ভালো কাজে দাও যদি
দাও মনো-প্রান
পাবে তুমি সফলতা, পাবে সম্মান। আছে যত মনীষী জগতের মাঝে, সময়ের মূল্য তারা দিয়েছে সব কাজে।
ফাঁকি দেয়নি তারা কখনো
কাজের সময়,
লোকে তাই তাদেরই নাম সদা মুখে লয়।
নশ্বর এই দেহ খানি
গলে যাবে, পঁচে যাবে স্বরণীয় রয়ে যাবে তুমি ও তোমার কাজ।
তাই সংশয়, সংকোচ ভুলে গিয়ে
কর ভালো কাজ
তবেই হবে স্বরণীয় তুমি জগতের মাঝ।
2 মন্তব্য
Beautiful...
উত্তর দিনমুছুনMasha-allah
উত্তর দিনমুছুন