ব্যস্ততম শহর - লিখেছেন - সাইফুল ইসলাম ইহান
কালো পিচঢালা পথের পাশে হলুদ সোডিয়ামের বাতি গুলো আজ রেঙেছে কিনা তা জানা নেই।
ক্যাম্পাসের দিনে সিঙ্গারা খাওয়া,ভাগাভাগি করে বাস ভাড়া দেওয়া নামক মুহুর্তগুলো,
আস্তে আস্তে স্মৃতির অগোচরে চলে যাচ্ছে।
ব্যাস্ততম দিনে ভুলেই যেতাম একটি প্রাণীও যে এখনো চেয়ে আছে আমার পথে।
রাত্রি বেলা ক্ষুধা নিবারনে হাত বুলে দিতাম তার গলায়।
তাকে খাইয়ে দেওয়ার সামান্যটুকু মহত্ত্ব; মমতায় পরিনত হয়ে আজ অশ্রুও গড়াচ্ছে।
হোম কোয়ারেন্টাইন নামক মহামারীর এই দিনে সে কুকুরটি আজও বসে আছে আমার প্রতিক্ষায়।
ব্যস্ততম শহরটিও আজ অপেক্ষায় আছে তার স্বাভাবিকে ফিরে যাওয়ার উদ্বিগ্নতা নিয়ে।।