অনিয়মের গদ্য - লিখেছেন - মোবারক ইবনে মনির
দারুন অবাধ্যতায় রৌদ্যের পায়চারি।
অস্থিরতার দ্বার খুলে উপবিষ্ট বেদনার করুণ আর্তনাদ।
লালায়িত জিহ্বাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে।
সৌরজগতের বসবাসরত প্রাণীদের উল্লাসে কাঁপছে ভূধর।
অদ্ভুত আচরণে বড় বড় চোখে চেয়ে আছে আকাশের ভাই বোন।
হিংস্রতার আষ্টেপৃষ্ঠে ক্রমশ জড়িয়ে যাচ্ছে কোমল সুবাসিত ফুলগুলো।
মিথ্যার বৃক্ষরাজি মাথাচাড়া দিচ্ছে অনবরত।
হতাশা জিংঘাসার প্রশ্নে জর্জরিত।
ঘাড়ের উপরিভাগ ব্যতীত পূর্ণ অবয়ব দেবে যাচ্ছে এঁটেল মাটির গহ্বরে।
পার্থক্যকারী সত্তা অন্ধ।
আলোর রাজ্যজুড়ে অন্ধকারের শাসনে অধঃপতন ঘটছে ক্লান্তির ধরণী।
অজস্র জলের কম্পনে কম্পিত সমুদ্র কালো ফেনা।
ইট পাথরের ঝগড়াঝাঁটির বৃদ্ধি।
আর কাপড়ের সুতোয় সুতোয় বাধা বৃহৎ বৃহৎ নিয়ম কানুন।
লজ্জারা গুমরে মরে টিফিন বক্সে।
প্লাস্টিক আর রাবার মিত্র হয়ে উঠছে। জ্ঞান বুদ্ধিকে নোঙর করেছে ক্ষুধা ও লোভের জাহাজ।
অচেনা জোসনার জ্বালাতনে নিরাসক্ত স্মৃতি। ভণিতা ও অলৌকিকতার সিনেমা বাস্তবায়িত।
ক্ষুদ্রদের উন্মুক্ত বিচরণে বিলুপ্ত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। উল্লাস আর হিংস্রতার মাতামাতি ভুলে গেছে নিজস্বতা।
নোনা জলের উপর প্রাসাদ নির্মাণের প্রাণপণ চেষ্টা।
অবাক দু:সাহস বিস্ময়ে বিহ্বল করে কুয়াশাকে। ঘনঘন কামলালসা উদ্রেকে বিবেকশূন্য।
অপরিচিত ও অজ্ঞাত পথে নতুনত্বের স্বাদ। সবই ভ্রান্তির সমীকরণ।