কতদিন ধরে,
বিস্তৃর্ণ মাঠ, খোলা প্রান্তর-
জুড়ে ছিল মোর সাথে,
টিফিন ব্রেকে ইশকুল পলায়ন,
দু'টাকার আইস্ক্রিম থাকতো হাতে।


ইকবাল মামার ছোট্ট টংঘর-
সঙ্গী ছিল কতকাল,
হাস্য রস্যে মাতিয়ে রাখতো সে,
ভোলা যায় কি সে মায়াজাল?

জামগাছটাও কবে ছেড়ে গেলো মোরে-
সাথে দিয়ে গেলো অভিমান,
কতো জাম ছুরি করেছি হায়!
দিতে পারবো কি তার দাম?

কদম ফুলের নেশায় মাতিয়ে,
গ্রীষ্মের সব জীর্ণতা ছাড়িয়ে,
জলাঙ্গী বুকে তুলতো, বর্ষার পাল-
উজানের মাছ ধরে কাটতো বিকেল;
আগলে রাখতো,
বাড়ির পাশের ছোট্ট সরু খাল।

সে বসন্তেও গাছে ফুটতো ফুল-
ছিলো কোকিলের সুরে গান,
কতো বসন্তই চলে গেলো, আজ;
শুধু হৃদয়ের বড় টান।

আঁকাবাকা কতো মেঠোপথ ধরে-
হেঁটেছি বহুদিন,
দিনগুলি আজ পরোপার, তবু;
স্মৃতিপটে মলীন।

কোন শিল্পী যে তাঁর ক্যানভাসে দিয়েছিলো-
রঙ্গ-তুলির হাতছানি,
সৃষ্টি এক রুপকথার শৈশব-
জুড়ে ছিলো,
মোর ছোট্ট শ্যামল গ্রামখানি।
লেখক: হাসনাত বিন হাবীব (তুরাব)
গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুলের একজন ছাত্র। প্রকৃতি ও বাস্তবতাকে খোঁজার চেষ্টা করছি।