এই আলোকিত আঁধারে- আমরা আলোকিত, সবাই কি? জরাজীর্ণ আলোকিত রঙিন অন্ধকার, যাহার রূপ বাহবা আর কালো দূষিত মণিমুক্তা খচিত- সবাই কি চায়, নিকষিত সেই কালো আঁধারে আলোকিত হতে? নাকি কেউ নিরবে দূরে দাড়িয়ে, অপেক্ষা আর আক্ষেপের উষ্ণ নিঃশ্বাস ফেলে?
স্তব্ধ নিরব জমিনে একা দাঁড়ানো কেউ কি ভেবেছে, কলুষিত সেই আলোকিত আঁধারকে, কিভাবে সুন্দর একটি সকাল দিয়ে গ্রাস করা যায়? সেই আঁধারের আলোতে আলোকিত মানুষদের, কিভাবে একটি সুন্দর ভোরের আলোতে ধুয়ে দেওয়া যায়?
অভিমান নিয়ে হতাশার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা আমি, আজও নিরাশ হইনি৷ আরো কিছু উদ্দাম শক্তির অস্তিত্ব, মনে বিদ্যমান নিজ অনুভবে৷
+লেখক: আতাউল হোসেন শোয়েব পৃথিবীতে এমন কিছু নেই যা থেকে তিনি শিখতে পারেন না। সব সময় তাই শেখার চেস্টা করেন। লেখকের ফেসবুক:ফেসবুক আইডি লিংক