বর্ষাকালে ব্যাঙের দলে, পেতে দুটি ঠ্যাঙ সব মিলেতে সুর ধরেছে, ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ। পুকুর পাড়ে নদীর ধারে, আরো ঘরের কোণে সকলেতে মিটিং বসায়, ব্যাঙ পিসিমা শোনে! একদিন এক সভা কালে, ব্যাঙ পিসিমার নাতি, চুপটি করে বসে শোনে কান দু’খানি পাতি! খানিক পরে প্রশ্ন করে, ওহে ব্যাঙ ব্যাঙাচিরা? তোমরা কেন অন্য ভাষায় ডাকতে পারো না?? এমন আজব প্রশ্ন শুনে, সভা সকল মাঝে কেউ বা হাসে পেট ফুলিয়ে, কেউ বা বাঁদর সাজে! এমন সময় ব্যাঙ ঠাকুরুন চোখ পাকিয়ে চায়, হাতটি ধরে কানটি মলে সঙ্গে নিয়ে যায়। ব্যাঙ পিসিমা বলে তখন দোষটি তাদের নয়, নামের সাথে তাল মিলিয়ে ডাকতে মোদের হয়। কে যে কবে নাম দিয়েছে, ডেকে মোদের ব্যাঙ, তাইতো মোরা জীবন ভরে ডাকছি ঘ্যাঙর ঘ্যাঙ! লেখক: অয়ন কুমার সরকার (দেবশর্মা) শহীদ স্মৃতি মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরিক্ষার্থী। ভালবাসেন গান, লেখালেখি, আর বন্ধুদের সাথে আড্ডা। সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় সংক্রান্ত যেকোনো অনৈতিক কাজের বিরুদ্ধে সদা সন্ত্রস্ত! ফেসবুক লিংক:আইডি লিংক