তার কাছে গিয়েছিলাম আলোর আশায় এক মুঠো স্নিগ্ধ আলো, ফিরে পাব এই আকাশ-তারা, নদী-নক্ষত্র। অন্ধকার ঘরে হুল বেঁধে আমি হব চিরশান্ত। আমি চেয়েছিলাম এক পষলা বৃষ্টি দুঃখের মেঘ ক্ষয়ে ক্ষয়ে পড়বে এই আকাশ হবে চির ম্লান নীল যন্ত্রণার মূর্তির হবে অবসর। চেয়েছিলাম আমি ধবল অতিথির ঝাঁক আমার নির্বাসন দ্বীপ হবে উম্মাদ সারাক্ষণ গেয়ে যাবে কোকিল গান কেটে যাবে এই নিষ্পেষিত দেহের উম্মান পেয়েছি ফিরে প্রাক্তন অন্ধকার নীড় বীভৎস মায়ার দহনে এখন ভীড় বৃষ্টির বদলে হানেছে আঘাত সিডর লন্ডভণ্ড করেছে সুখের আভাস বসন্তেই ছিল কোকিলের ডাক পৌষা চাদরের অবশেষেই গিয়েছিল চলে ধবল অতিথির ঝাঁক।
+লেখক:খায়রুল ইসলাম দুর্বিষহ আঁধারের এক ভ্রান্ত যাত্রী। লেখকের ফেসবুক:আইডি লিংক