"বিপ্লবীদের বন্দুক থেকে বের হওয়া গুলির মত একটা প্রশ্ন ক্ষত বিক্ষত করে আমায় "অরুনিমা কে? " আমি তাদের কখনোই বলতে চাইনি অরুনিমা কে, অরুনিমা দেখতে কেমন..
কিন্তু আজ বলছি- অরুনিমা বাংলা বুকে জেগে উঠা সবুজ ঘাসের মত স্বচ্ছ, যার বুক ভর্তি জেদ আর ভালোবাসার অশেষ মিশ্রণ ছিল।
অরুনিমা সে, যে রাত দুপুরে দাঁড়িয়েছিল সাত রাস্তার মোড়ে প্রেমিকের অপেক্ষায়, কিন্তু প্রেমিক আসেনি।
অরুনিমা সে, যার শিকড় গজিয়েছিল বলে স্বামীর বন্দি করা চার দেয়াল থেকে বের হতে পারেনি, যে পারেনি তার রক্তজবার মত মুখে আঘাত করা স্বামীর সংসার ছেড়ে চলে যেতে।
অরুনিমা সে, যাকে গণতান্ত্রিক দেশের রাস্তায় ছিন্ন ভিন্ন করেছিল কিছু ভীমরুলের দল। যার প্রতিবাদ চেয়ে অন্য অরুনিমারা মাথা পেতে নিয়েছিল পুলিশের লাঠিচার্জ।
অরুনিমা সে, যাকে আজীবন বুকে নিয়ে বয়ে বেড়াতে পারে না আমার মত অপ্রেমিকরা। যাকে ভালোবাসে আমার মত অনিমেষরা ভালোবাসা বদলে বন্দি করে কিছু কার্বনের কালি নিজের ব্যক্তিগত ডায়রিতে, যার প্রতি বর্ণে বর্ণে লুকিয়ে ছিল কিছু না বলা দু:খ।"
জায়েদ সানি
জন্মের পর থেকেই সুইসাইডাল। তবে বন্ধুদের ভালোবাসি বলে হয়তো কোনো দিনই আত্নহত্যা করা হয়ে উঠবে না।