লেখনীর ক্যানভাসে - লিখেছেন - মো. দেলোয়ার হোসেন রাতুল
তোমাকে দেখলাম
সুন্দর সাজে সজ্জিত অনন্য প্রতিমা!
বললাম- চমৎকার, অপূর্ব তুমি!
বললে- মুখে তোমার ফুল চন্দন পড়ুক।
আমার অভিভূত দৃষ্টি
অনুভূতিতে জোয়ার জাগালো।
আবেগের তীব্র তরঙ্গে
ভেসে যেতে যেতে
বললাম- লিখবো নাকি একটি রোমান্টিক কবিতা
অথবা কোনো রোমান্টিক গল্প?
তোমার স্বতঃস্ফূর্ত কন্ঠ-
বেশ তো লিখেই ফেলো।
লেখনির নিশ্চেয়তায় জানতে চাইলাম-
যদি মাইন্ড করো?
বললে- মোটেই না।
বললাম- তোমাকে আমাকে যদি
একাকার করে ভাসিয়ে নিতে চাই,
হারাতে চাই ভালোলাগার অসীম সমুদ্রে?
বললে- তাও মন্দ কি?
তোমার এ উদারতায়
আমার কাব্যিক প্রাণে সুর জাগলো,
ভালোলাগায় গতি পেলো
লেখনীর ক্যানভাসে তোমাকে আবদ্ধ করতে
অনন্ত তৃষ্ণায় নতুন করে নিজেকে জাগালাম,
কাব্যের সবুজ বাগানে
হারিয়ে গেলাম তুমি আর আমি।
+লেখক: দেলোয়ার হোসেন রাতুল। পেশায় সরকারি চাকুরিজীবী। কবিতা, গল্প, ছড়া ও গান লেখার পাশাপাশি বাংলাদেশ থিয়েটারের সাথে যুক্ত আছেন। অভিনয় জীবনের শুরু ’৯০ এর দশকে। এছাড়া্ও তিনি জাতীয় কবি সংগঠন ও অনুপ্রাসের সাথে জড়িত আছেন দীর্ঘদিন যাবত।
ফেসবুক আইডি:আইডি লিংক