হাসি - লিখেছেন - কে এম সিয়াম
"চাচা, একটু জোরে চালান।"
"জি বাবা, চালাইতাসি।''চাচা খুব হাঁপাচ্ছেন।জোরে জোরে দম নিচ্ছেন।মনে হয় সারাদিনে কিছু খান নি।একটু কৌতুহল থেকেই জিজ্ঞাসা," সারাদিনে কিছু খান নি?"
"না বাবা। হেই যে সকালে বাইর হইছি- খালি দুই গ্লাস পানি খাইছি।"
জীবনের গল্পগুলো বিধাতা কর্তৃক নিয়ন্ত্রিত।বিধাতা একেক মানুষের গল্প একেকভাবে সাজিয়ে দেয়।কারো কাছে প্রতি বেলায় হাজার টাকা খরচ করাও বিলাসিতা নয়;আবার কারো কাছে তিন বেলা ভাত খাওয়াটাই বিলাসিতা।এইসব ইথিকাল চিন্তা-ভাবনা করতে করতে গন্তব্যে পৌঁছালাম।ভাড়া ঠিক করেছিলাম ৩০ টাকা।
আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে।এদের নিয়ম হচ্ছে- খুব হিসেব করে চলতে হয়।আজকের ফিক্সড করা খরচের কিছু অংশ কালকের জন্য রাখা যেনো অলিখিত নিয়ম।পারলে ৩০ টাকার ভাড়া ২৫ টাকা দাও।আমি দিলাম ৫০ টাকা।
ঢাকাকে রিক্সার শহর বলা হয়।হাজার হাজার রিক্সার চালকও হাজার হাজার।এনার সাথে আর কোনদিন ই আমার দেখা হবে না।সম্ভবত বিদায় বেলায় অশ্রুসিক্ত যে হাসিটা উনি দিয়েছেন- সেই হাসিটাও আর কোনদিন দেখতে পাব না।
+লেখক: কে এম সিয়াম
সামাজিক হয়ে উঠার প্রধান শর্ত বিশ্বাস করতে পারা। লেখক বিশ্বাস করেন প্রগতিশীল বিশ্বাস দিয়ে পৃথিবী জয় করা সম্ভব।
লেখকের ফেসবুক:ফেসবুক আইডি লিংক