কবিতাঃমায়া - লিখেছেন - বাদশা আকবর রাফি
প্রতিটি মুহুর্ত কাটছে আমার
দুশ্চিন্তায় আর অনিশ্চয়তায়,
রাতের ঘুম কেড়ে নেবার
মজা যদি কেউ তোমার মতো
করে বুঝতে পারত,
তবে তার অট্টহাসিতে
তুমি একখানা সংগী পেতে।
তবু সংগিহীনতায় যে তুমি ভোগোনা
তা আমি বেশ ভালো করেই বুঝি।
আশ্চর্য এক কারাগার তোমার,
স্বাধীনতা যেখানে দৃশ্যমান,
তবু পরাধীনতা তার আড়ালে,
জাপটে ধরে আছে আমায়।
ইচ্ছাশক্তি এখানে উন্মুক্ত,
তবু তার প্রয়োগ আমি করতে পারি না
নাকি তুমি করতে দাও না।
কেই বা তা জানে।
কামনা-বাসনার পথ শুধু যেন
তোমাকেই ঘিরে,
তবুও সব সময় মেলে না
তোমার দেখা।
স্বাধীনতা পেয়েও কারাবাস করছি আমি
নশ্বর এ দুনিয়ায়।
হয়তো মহাপুরুষেরা কখনো
তোমাকে অনুভব করেন নি,
তাই হয়তো এমন বোঝা
তাদের পোহাতে হয়নি।
নাকি তাদের মায়া কাটানোর যে অনুভূতি ছিল,
সেটিই ছিল তোমার আরেক রূপ
তা বলা মুশকিল।
বলছ তোমায় মিথ্যে অভিযোগে
ফাসাচ্ছি?
তোমাকে ফাসানোর জন্য
আজ শ্রাবণ মেঘের দিনে
চক্রান্ত করছি?
হা হা হা!
হা হা হা!
হাসালে আমায়।
একটি বার চোখে চোখ রেখে,
বুকে হাত রেখে বলো যে,
কোথায় অস্তিত্ব নেই তোমার
ছায়া-সংসার,ভালোবাসা-মৃত্যু,
যুদ্ধ,কামনা-বাসনা,ইচ্ছে,স্বাধী নতা,
সত্য-মিথ্যা_ সব খানেই যে জন্মেছ তুমি।
সারাটা জীবন যে গ্রাস করে রেখেছ
আমায় এবং আমার মতো সবাইকে।
তবু আজ এ সত্য কে
মাটি চাপা দিয়ে,
মিথ্যেকে বরণ করে নিতে বলবে তুমি?
না! তা হয় না।
কারণ তুমি মায়া;
যাকে আমরা ছাড়তে চাইলেও
আমাদের ছেড়ে তুমি চলে যাও না।
+লেখক: বাদশাহ আকবর রাফি
সরকারি বিজ্ঞান কলেজ এ অধ্যয়নরত।