এক চোখ কখনো আরেক চোখকে দেখেনা- তবুও, এক চোখের কিছু হলে, আরেক চোখ, অশ্রু না জড়িয়ে পারে না।
(২)
হ্যাঁ, চিঠিগুলোর অপেক্ষায়.. কবে পাবো? ওহ...ঠিকানা জানা আছে তো?
(৩)
তোমার শেষ চিরকুটে কোনো ভালোবাসা ছিলোনা- ছিলো শুধু বিষাদে ভরা... এক নিরুত্তর সাদা আকাশ।
(৪)
জীবন থেকে মুক্তি নিয়ে- কখনো, যদি আমি হারিয়ে যাই। চোখের জল ফেলোনা... মনে করো, আমি তোমার স্বপ্ন ছিলাম। আর, ঘুম ভাঙ্গতেই চলে গেলাম..!!
(৫)
জীবনে তুমি এমন একজন কে বেছে নাও, যে সময় মত তোমার ছায়া হয়ে থাকবে... এবং বিপদের সময়, তোমার আয়না হয়ে থাকবে। কারণ, ছায়া কখনো তোমাকে ছেড়ে যাবে না, আর, আয়না কখনো তোমাকে মিথ্যা বলবেনা না।
(৬)
সত্যি যদি আমার হও কথা দিচ্ছি- কাজের পরে- সবার আড়ালে, পৃথিবী ছাড়িয়ে! নিঝুম রাতে জোনাকি হয়ে কবিতা শুনিয়ে ঘুম পারাবো তোমায়।
(৭)
কাউকে বাধ্য করোনা কথা বলার জন্য! তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো!
(৮)
কেউ কখনো কারো জন্য মরেনা। সময় এর সাথে সাথে, তারাও মানিয়ে নেয় নিজেকে... কিন্তু মারা যায় ভালাবাসাগুলো, আর, স্বপ্নগুলো দিশে হারা হয়ে, উড়তে থাকে মেঘের ভেলায়..। এটাই বাস্তবতা।
(৯)
অনেক সময় প্রিয় মানুষটা আবার ফিরে আসতে চাইবে! আপনারও মনে হবে- তাকে অনেকক্ষণ জড়িয়ে ধরে কাঁদলে মনে হয় এতো দিনের জমানো অনুভুতিটা প্রকাশ করা যাবে! কিন্তু না আপনি এখন শক্ত হয়ে গিয়েছেন, অনেক শক্ত! তাকে জড়িয়ে ধরার বদলে বরং তাকে বলে দিবেন,"ভালো আছি,খুব ভালো"
+লেখক: আরভান জিদান মনে করেন,"কবিতা হলো একটি আর্ট, যদি তুমি কবিতার ভাষা বুঝো, তবে তুমি বাস্তব জীবনটাকে উপলব্ধি করতে পারবে।" লেখকের ফেসবুক:আইডি লিংক