প্রতি রাতে, গভীর রাতে বুকের ভিতর চিন চিন করে উঠে। মনে হয়, রাজ্যের সকল ভার এই হৃদযন্ত্রে, নিশ্বাসগুলো গাঢ় হয়ে আসে। প্রশ্বাস নেই ছুটি নিত্যকার এই, যখন ভাবি তোমায় একান্তে।
নিঃশব্দে ঘড়ির টিক টিক খুব স্পষ্ট, নিকোটিনের ধোয়ায় আরো বিদঘুটে অন্ধকার- চোখের পাতা এখনো সতেজ খুব; শুধু ক্লান্ত মন। শন শন বাতাসেরা জানান দেয়, তুমি হীনতার হাহাকার।
আমার সঙ্গী কেবল একটি অবুঝ কুকুর। যার শোকার্ত আওয়াজে আরো ভারী হচ্ছে নিশি, শত মায়ার বাঁধন নিশ্চিহ্ন করে পাতারাও যায় ঝরে - শুধু কারো পথ চেয়ে জেগে রই আমি আর শশী।
পায়ের আওয়াজ ভেসে আসে কানে, আবার কানে; ক্ষানিকটা হালকা, অনেকটা হালকা বোধ হয়, আরো একটি নির্ঘুম নিবেশে কাটাতে - এখনি হবে সূর্যোদয়।
+লেখক: তানজিদ আরেফিন বাপ্পি ঠিক কবি নন। তবে বিশ্বাস করেন, কবি না হয়েও কবিতা লিখা যায়, যখন কবিতা'রা ভালোবাসে।